রেদ্বওয়ান মাহমুদ
বোনের মুখের কান্না যখন
ভাইয়ের কানে আসে
থাক্ দূরে বা পাশে
কেমনে বলো ভাইটা
তখন মনের সুখে হাসে?
বুকটা লাগে মোম
ক্ষণে ক্ষণে ক্ষয় যেন হয়
আটকে থাকে দম।
সেও ঘুমের পায়না দেখা
চোখেও যেন যায়না দেখা
তাই
বোনের কাছে অনেক অনেক
আপন যে তার ভাই।