জামিল সুলতান
তুমি মানুষ চেনো না-তোমাকে
মানুষ চিনতে হবে, মানুষ চেনা
একান্ত প্রয়োজন…
মানুষের কাছে না গিয়ে যাচ্ছ মসজিদে,
চার্চে, ট্যাম্পলে…কেনো? কি আছে
ওখানে?
ইট পাথরের দেয়ালে আত্মবিসর্জন দিয়ে
পুণ্য অর্জিত হয় না কোনোকালে।
মানুষের নামে উৎসর্গিত হও-প্রার্থনা হবে তার নাম;
প্রভুকৃপায় তবে-ই তোমার জন্য
উন্মোক্ত হবে মঙলকপাট।