ফকির ইলিয়াস
এ নগরে আর কোনোদিনই ফুটবে না ফালগুনের ফুল। বসন্তের বিকেলকে
কাছে টেনে কোনো প্রেমিকা তুলবে না সুর, হাতের সেতারে। বিষয়গুলো
জানার পর একজন বৃদ্ধা কেবলই হাসতে থাকেন। তৈলবিদ সমাজকর্মীরা
এগিয়ে আসেন তার সাহায্যার্থে। এবং বলেন, মানসিক চিকিৎসা দরকার।
ডাক্তার আসার পর বাকরুদ্ধ বৃদ্ধা শুধুই তাকিয়ে থাকেন। ডাক্তার দেখেন,
বৃদ্ধার দুহাতে জমে আছে চল্লিশ বছরের কালো জিঞ্জিরের দাগ।