শোয়াইব জিবরান
পৃথিমিতে আর কি কোন দেশ আছে?
ছড়ায়ে আছে
নক্ষত্রপুঞ্জের
বুনোফুলের
ইলিশের ঝাঁকের
গুচ্ছ শিউলির মতো
বিশ্বব্রহ্মাণ্ডের পথে পথে
পশ্চিমবঙ্গে, লন্ডনে, নিয়র্কে
কানাডায়।
বাংলা, বাংলায়।
পৃথিমিতে আর কি কোন দেশ আছে?
ছড়ায়ে আছে
নক্ষত্রপুঞ্জের
বুনোফুলের
ইলিশের ঝাঁকের
গুচ্ছ শিউলির মতো
বিশ্বব্রহ্মাণ্ডের পথে পথে
পশ্চিমবঙ্গে, লন্ডনে, নিয়র্কে
কানাডায়।
বাংলা, বাংলায়।