বৈশাখ বৈশাখেরই নাচন দেখি শহর, পাড়া, গল্লিতে ভাসছে সবাই খুশির বানে ছড়ানো রঙ পল্লিতে। লাল সাদারই ছোঁয়ায় আজই এনে দিলো ভিন্ন রূপ ব্যস্ত সবাই সাজ পোশাকে নয়তো সবাই একটু চুপ। পান্তা ইলিশ মরিচ ভাজা খাচ্ছে সবাই পেট পুরে গাইছে সবাই বৈশাখী গান খোলা গলায় এক সুরে। হাল খাতারই হিসেব শেষে করছে সবাই মিষ্টিমুখ উৎসবেরই ছোঁয়ায় সবে পাচ্ছে আজই একটু সুখ। বর্ষবরণ হয় যেনো আজ বিষাদ বিহীন শান্তিময় শালীনতা উঠুক ফূটে হয়না যেনো ভ্রান্তিময়।
Read More »