শামসুল হক এহিয়া আমার বুকের পাজর ঘেষে তোমার বসবাস স্মৃতির মাঝে জড়িয়ে তোমায় আমি হলাম নাশ। আমার পথে তোমার বাসা মনের আসা যাওয়া কতবারই হোচট খেলাম তোমায় হয়না পাওয়া। তুমি আমার বিষের বাঁশি তুমি কষ্টের আলো তোমায় ছাড়া এক মূহুর্ত লাগেনা কেন ভালো। স্বপ্ন দেখাও তুমি আমায় স্বপ্নে করো বাস তোমার প্রেমে আমি পড়ে হলাম সর্বনাশ।
Read More »